ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বারহাট্টায় গাঁজাসহ দম্পতি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বারহাট্টায় গাঁজাসহ দম্পতি আটক

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেগম আক্তার (৪৮) ও দুখু ফকির (৫৮)।

ডিবি পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দম্পতিকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।