ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে নুর নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।  

নুর নাহার ওই এলাকার সিরাজুল হকের স্ত্রী।

বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, বৃহস্পতিবার রাতে সিরাজুল হকের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় সিরাজুল বের হতে পারলেও নুর নাহার বের হতে পারেননি। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং নুরু নাহারের মৃতদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
টিটি/আরআর       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।