ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
কামারখন্দে বাসচাপায় নারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বাসের নিচে চাপা পড়ে মমতা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার শিশু সন্তান আহত হয়েছে।

সোমবার (০৮ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম উপজেলার বড়কুড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, রাতে মমতা তার শিশু সন্তানকে কোলে নিয়ে রাস্তা পার হওয়ার সময় উত্তরাঞ্চলগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা নিহত ও তার শিশু সন্তান আহত হন।

আহত শিশুকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।