ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে প্রতিবন্ধী শিশু খুঁজে বেড়াচ্ছে স্বজনদের

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
ঢামেকে প্রতিবন্ধী শিশু খুঁজে বেড়াচ্ছে স্বজনদের অজ্ঞাত শিশুটি

ঢাকা: হলুদ-গোলাপী রঙয়ের গরম কাপড় গায়ে, মাথায় সবুজ রঙয়ের টুপি, আনুমানিক ৩ থেকে ৪ বছরের একটি শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকেট কাউন্টারের সামনে একটি স্টিলের বেঞ্চে একা একা বসে আছে বেশ কয়েক ঘণ্টা ধরে।

বসে বসে শিশুটি বার বার এদিক সেদিক তাকাচ্ছে। মুখে কোনো শব্দ নেই, শুধু হাত-পা নাড়িয়ে এদিক-সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে।

টিকেট কাউন্টারের সামনে বসে থাকা অন্যান্য লোকজনের হঠাৎ নজরে আসে চেয়ারে বসে থাকা শিশুটি। বিষয়টি তারা হাসপাতাল পুলিশ ক্যাম্পে জানায়।

মোতালেব নামে ঢামেকের এক ব্যক্তি জানান, শিশুটির কাছে  জানতে চাওয়া হয় তোমার বাবা-মা'র নাম কি? শিশুটি কোনো জবাব দিতে পারেনি, তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয়নি। শুধু ফ্যালফ্যাল করে এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। তাকানো দেখে মনে হয় তার আপনজনদেরকেই খুঁজছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, তারা জানতে পেরেছেন শিশুটি বিকেল ৩টার পর থেকে ওখানে একাকী বসে ছিল। হঠাৎ আশপাশের লোকজনদের নজরে আসে বিষয়টি। পরে তারা পুলিশকে জানান। রাত ৮টা পর্যন্ত শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, শিশুটি মনে হয় বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে কোনো কথা বলতে পারছে না, তার পায়েও একটু সমস্যা আছে।
শিশুটি প্রতিবন্ধী হওয়ায় আপনজনরা তাকে ফেলে গেছে, নাকি অন্য কোনো কারণ আছে পুলিশও বুঝে উঠতে পারছে না।

সমস্ত হাসপাতালে শিশুটির আপনজনকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ।
বাচ্চু মিয়া আরো জানান, শিশুটির বিষয়ে শাহবাগ থানায় জানানো হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।