ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
সৈয়দপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জোবায়ের (১৮) নামে এক যুবক আহত হয়েছেন।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জোবায়ের ক্যান্টনমেন্ট রোডের ফুলবাগার এলাকার ইদ্রিসের ছেলে।

এলাকাবাসী জানায়, দুপুরে ওই এলাকায় মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় একই এলাকার কাল্লু হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় জোবায়েরের। এসময় কাল্লু জোবায়েরকে ছুরিকাঘাত করনে। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, জোবায়েরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।