ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
নোয়াখালীতে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালী জেলা কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার।

এছাড়া কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মাদকবিরোধী প্রচারণা মাস জানুয়ারির উদ্বোধন করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ে আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক।

এতে উপস্থিত ছিলেন- উপ পরিদর্শক তাজ উদ্দিন, ফরিদ আহমেদ, শামসুল আলম, মো. আসাদুজ্জামান, আবু সায়েদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।