ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সাংবাদিকদের কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
সিলেটে সাংবাদিকদের কর্মবিরতি সাংবাদিকের ওপর হামলা ঘটনায় কর্মবিরতি পালন

সিলেট: প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতা ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করেছেন সাংবাদিকরা।  

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মবিরতি পালন করা হয়।  

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও অভিযোগ করে করে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা ও তার পরিবারের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

কিন্তু ঘটনার ২০দিনেও কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।  

কর্মসূচি থেকে বক্তারা অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সাংবাদিক নেতারা।

এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় কর্মূসচিতে একাত্ত্বতাপোষণ করে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।  

অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নাজমুল কবীর পাভেল, প্রতিষ্ঠাতা সদস্য দুলাল হোসেন, কুমার গনেশ পাল, কার্যনির্বাহী সদস্য আশকার আমীন লস্কর রাব্বী, নুরুল ইসলাম, আনিস মাহমুদ, এসএম রফিকুল ইসলাম সুজন, সদস্য বিলকিস আক্তার সুমি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।