ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের তাড়া খেয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
পুলিশের তাড়া খেয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মকবুল হোসেন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পুলিশের তাড়া খেয়ে পুকুরে নিখোঁজের দুইদিন পর মাছ ব্যবসায়ী মকবুল হোসেনের (৪৫) মরদেহ উদ্ধার হয়েছে।

নিহত মকবুল হোসেন শাহ মখদুম থানার ভোলাবাড়ি এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।

রোববার (০৭ জানুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলার সোনাডাঙ্গা পোড়াবিল ধোপাড় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী শহীদুল বলেন, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় নেশা করার জন্য মকবুলসহ চারজন সোনাডাঙ্গা পোড়াবিল এলাকায় যান। সেখানে তারা ভালাম এলাকার মাদক ব্যবসায়ী আইযুবের বাড়িতে বসে বাংলা মদ পান করছিলেন। এ সময় পবা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় মকবুল পাশেই ধোপাড় পুকুরে লাফ দেয়।  

ঘটনাস্থল থেকে পুলিশ রাজুসহ আরও একজনকে আটক করে। পরে গত দুইদিনেও মকবুল বাড়িতে ফিরে না এলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

রোববার সকালে পরিবারের লোকজন নিখোঁজ মকবুলের খোঁজ করতে গিয়ে ওই পুকুরে তার স্যান্ডেল ও পরনের লুঙ্গি ভাসতে দেখেন। পরে তারা সদর দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ডুবুরি দল পুলিশের সহায়তায় অভিযান শুরু করেন।  

এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুর থেকে নিখোঁজ মকবুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে পবা থানার উপ পরিদর্শক (এসআই) নিয়ামুলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, আপত্তি না থাকায় মকবুলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ধাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তার জানা নেই বলে দাবি করেন থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।