ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এবি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালককে দুদকে তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
এবি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালককে দুদকে তলব এবি ব্যাংকের চেয়ারম্যান এম এ আউয়াল

ঢাকা: বিদেশে ২ কোটি ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান এম এ আউয়াল ও পরিচালক বি. বি. সাহা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়েছে এবি ব্যাংকের চেয়ারম্যান এম এ আউয়াল ও পরিচালক বি. বি. সাহা রায়কে।

চিঠিতে দু’জনকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।  

একই অভিযোগ অনুসন্ধানে গত ২৮ ও ৩১ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।  

রোববার ব্যাংকটির ছয় পরিচালক ও এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসজে/এইচএ/

** খুনি ডালিমকে এবি ব্যাংক থেকে অর্থ দিয়েছেন মোরশেদ-ফয়সল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।