ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ঠাকুরগাঁওয়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।

রোববার (০৭ জানুয়ারি) সকালে শহরের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশীর হাতে প্রথম কার্ডটি তুলে দেওয়া হয়।

এরপর কার্ড নেন পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।

পরে আনুষ্ঠানিকভাবে শহরের ২৫ জনকে কার্ড দেওয়া হয়।

জেলা প্রশাসক আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, সোমবার (০৮ জানুয়ারি) থেকে সদর উপজেলার ৩ লাখ ৯২ হাজার কার্ড জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হবে।

বাকি ৪ উপজেলার কার্ড এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।