ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ১৭ জেলে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ১৭ জেলে

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় অপহৃত হওয়া ১৭ জেলে সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

রোববার (০৭ জানুয়ারি) দুপুরে তারা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিতে আসেন। এর আগে, শুক্রবার (০৫ জানুয়ারি) ভোরে সোনারচর এলাকা থেকে দক্ষিণে মাছ ধরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের দস্যু হাসান বাহিনী।

ফিরে আসা জেলে মিজান, কামাল, রাসেল, ফোরকান, জামালসহ ১৭ জন। তাদের প্রত্যেকের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী গ্রামে।  

ট্রলার মাঝি মিজান বাংলানিউজকে বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাত লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর আমাদের ছেড়ে দেওয়া হয়।  

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, ট্রলার মালিক সমিতি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দ্রুত ছেড়ে দেয় দস্যু বাহিনী।

**বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।