ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া বাইপাস সড়কে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় শিপুল (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া বাইপাস সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শিপলু কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মণ্ডলপাড়ার জালাল উদ্দিনের ছেলে।


 
স্থানীয়রা জানান, কুষ্টিয়ার ত্রিমোহনী থেকে শহরে যাতায়াতের রাস্তা ভাঙা হওয়ায় শিপুল বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্ক‍া দেয়। এতে ঘটনাস্থলেই শিপুলের মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।