ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
দামুড়হুদায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লায় ধর্ষণ মামলার প্রধান আসামি ইসরাফিল আলমকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) রাতে মেহেরপুরের গাংনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইসরাফিল আলম উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত তোয়াব আলী মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, ২৪ ডিসেম্বর প্রতিবেশী ২য় শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি মাঠে নিয়ে ধর্ষণ করে ইসরাফিল। পরে জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ওই পরিবারের ওপর চাপ দিতে থাকে ধর্ষক। এরপর ২৬ ডিসেম্বর ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, মামলার মূল আসামি ইসরাফিল মেহেরপুরে গা ঢাকা দিয়ে ছিলেন। পরে পুলিশ খবর পেয়ে মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।