ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাস উল্টে নিহত ৩, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ফেনীতে বাস উল্টে নিহত ৩, আহত ২০ দুর্ঘটনাকবলিত বাস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের আমিরগাঁও নামক স্থানে চট্টগ্রাম-রায়পুর রুটের শাহী পরিবহনের যাত্রীবাহী বাসটি উল্টে যায়।

উদ্ধার কার্যক্রমে তৎপর স্থানীয়রা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল ও দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।