ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে ছুরিকাঘাতে দুই তরুণের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
হালুয়াঘাটে ছুরিকাঘাতে দুই তরুণের মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- আকাশ (২৩) ও সৌরভ (২২)।

তারা সাহাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক সময় তা ঝগড়ার পর্যায়ে গেলে উত্তেজিত প্রতিপক্ষ আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।  

এ ঘটনায় আহত আরও দুইজনকে স্থানীয় উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।