ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কালুখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
কালুখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কালিকাপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনের ছাদে বসে আসছিলেন ওই যুবক।

দুপুর ২টার দিকে ট্রেনটি কালিকাপুর ব্রিজের ওপর এলে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় রাজবাড়ী রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় কুমার দত্ত বাদী হয়ে জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।