ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে চাকরিচ্যুতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
কুড়িগ্রামে চাকরিচ্যুতির প্রতিবাদে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনিকের চাকরিচ্যুত প্যারামেডিক চিকিৎসক রাশিদা আক্তার/ ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে সূর্যের হাসি ক্লিনিকে দুর্নীতিসহ কর্মকর্তা-কর্মচারীদের অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাকরিচ্যুতরা।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনিকের চাকরিচ্যুত প্যারামেডিক চিকিৎসক রাশিদা আক্তার।

লিখিত বক্তব্যে বলা হয়, মরহুম চিকিৎসক হুমায়রা খানমের প্রতিষ্ঠিত উন্নত পরিবার গঠন মহিলা সংস্থার পরিচালনায় সূর্যের হাসি ক্লিনিকের কিছু অসাধু কর্মকর্তা বিভিন্ন অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎসহ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

এর প্রতিবাদ করায় ক্লিনিকের সাতজন কর্মকর্তা-কর্মচারীকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত করা হয়। নিয়মবর্হিভূত ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ক্লিনিকের কাউন্সিলর মো. ফরিদা বেগম, সার্ভিস প্রমোটর আছমিনা বেগম, রওশনআরা রিনা প্রমুখ।

চাকরিচ্যুতর বিষয়ে সূর্যের হাসি ক্লিনিকের প্রকল্প পরিচালক গোলাম ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজনের অব্যাহতির ব্যাপারে আমার জানা আছে। অন্যদের ব্যাপারে জানি না। যদি কেউ জোরপূর্বক অব্যাহতিসহ দুর্নীতিতে জড়িয়ে থাকেন তাদের ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।