ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে মরা গরুর মাংস বিক্রি, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
সাভারে মরা গরুর মাংস বিক্রি, আটক ২ জব্দ করা মরা গরুর মাংস। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সাভারের দিলখুশাবাগ রূপনগর কাঁচা বাজার থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কসাই রাজুর গোস্ত বিতানে মরা গরু জবাই করে মাংস বিক্রি শুরু করেন।

এ সময় ক্রেতাদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে অবস্থা বেগতিক দেখে কসাই রাজু পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে কসাইয়ের সহযোগী কালাম ও ফারুক হোসেন নামে দু'জনকে আটক করে ও জব্দ করা মাংস থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল বাংলানিউজকে জানান, পলাতক কসাই রাজুকে আটক ও এ ব্যাপার সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।