ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার ( ৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী বাংলানিউজকে জানান, টঙ্গী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে এলাকাবাসী টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে লুঙ্গি ও কমলা রঙের জ্যাকেট রয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।