ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতিসহ আটক ২

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীতে প্রশাসনের অনুমতি না নিয়ে কালো পতাকা মিছিল বের করায় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জানুয়ারি) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, ৫ জানুয়ারি উপলক্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ দলীয় নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন।

কিন্তু প্রশাসনের পূর্ব অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও নুরুল আমিনসহ দু’জনকে আটক করে পুলিশ।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ বাংলানিউজকে জানান, বিশৃঙ্খলার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তবে তাদের এখনো গ্রেফতার দেখানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।