ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
নাজিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই আগুনে পুড়ে যাওয়া দোকান

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা বাজারে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে  বাজারের আবুল মিয়ার লন্ডিতে আগুন লাগে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুদি, কাপড়, কীটনাশক, কসমেটিকস, ফার্নিচার ও চায়ের দোকানসহ ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল খান বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সার ও কীটনাশকের দু’টি গুদাম পুড়ে সালাউদ্দিন নামের এক ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও নাজিরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইউসুফ মিয়া বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৮

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।