ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পলাতক জামায়াতকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
রাজশাহীতে পলাতক জামায়াতকর্মী আটক

রাজশাহী: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় পলাতক নাজমুল আজম পলাশ (২৮) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জানুয়ারি) ভোরে মহানগরীর নওদাপাড়া আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে শাহ মখদু্ম থানা পুলিশ। পলাশ নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের নাজিমুদ্দিন মণ্ডলের ছেলে।

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নওদাপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে পলাতক জামায়াত কর্মী নাজমুল আজম পলাশকে আটক করা হয়।

নাজমুলের বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।