ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বসতবাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
শ্রীপুরে বসতবাড়িতে আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) ভোরে ওই এলাকার মৃত খোকন মিয়ার বসতবাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী বুলবুল সরকার বাংলানিউজকে জানান, শ্রীপুরের বরমী বাসস্ট্যান্ড এলাকায় তার খুপাতো ভাই মৃত খোকন মিয়ার টিনশেডের বাসায় আগুন লাগে।

পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বাসা বাড়ির দু’টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।