ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে গাঁজাসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
ঈশ্বরদীতে গাঁজাসহ ২ যুবক আটক

পাবনা: পাবনার ঈশ্বরদীতে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আটক হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনগত রাত ১১টায় ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ের দাদাপুর বাজার এলাকা থেকে আড়াই’শ গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।

পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে পাবনার কারাগারে পাঠানো হবে।

আটককৃত রিপন আলী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ের কামালপুর মোল্লা গ্রামের আকাদের ছেলে ও বাবুল হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।