ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে বাস থেকে ফেলে কলেজছাত্র হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
মহাখালীতে বাস থেকে ফেলে কলেজছাত্র হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর বনানী মহাখালী আমতলী এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে শাকিল শেখ (২০) নামে সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রকে হত্যার দাবি করেছে তার সহপাঠিরা। তবে পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা ঘটনা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়হান ইসলাম (২০) নামে অপর এক ছাত্র আহত হয়েছে।

আহত রায়হান বাংলানিউজকে বলেন, ‘শাকিলসহ আমরা চারজন মহাখালী আমতলী এলাকার রাস্তা পার হচ্ছিলাম। এ সময় কলেরা হাসপাতালের উত্তরাগামী একটি স্টাফবাস দেখে থামাতে বললে বাসটি না থামিয়ে আমাদের ধাক্কা দেওয়া চেষ্টা করে। পরে আমি আর শাকিল বাসে উঠে প্রতিবাদ জানাই। এ সময় বাসে সহকারীসহ আরও ২-৩ জন চলন্ত অবস্থায় শাকিলকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় আমাকেও ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হই। '

নিহত শাকিল মহাখালী ওয়্যারলেস এলাকার আক্কাছ আলীর ছেলে। তিনি তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

বনানী থানার উপ-পরিদর্শ (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা জানতে পেরেছি শাকিল নামে তিতুমীর কলেজের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় কলেরা হাসপাতালের বাসটিকে আটক করা হয়েছে।

বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।