ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
কটিয়াদীতে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মধ্যে এসব ল্যাপটপ বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান কেয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাইজ উদ্দিন আকন্দ, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

 

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।