ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ  

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
রূপগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়াপাড়ায় এশিয়ান হাইওয়ে (বাইপাস) থেকে এ গাঁজা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।  

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে নয়াপাড়ায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল।

পরে পুলিশ ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৬ কেজি গাঁজা পায়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।  

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।