ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফখরুদ্দিন বিরানি-শর্মা হাউসকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ফখরুদ্দিন বিরানি-শর্মা হাউসকে জরিমানা মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় ডিএনসিসি'র অভিযান/ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে পচা ও বাসি খাবার বিক্রির অপরাধে ফখরুদ্দিন বিরানি, শর্মা হাউসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২শ’ অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পচা ও বাসি বিরানি বিক্রির অপরাধে ফখরুদ্দিন বিরানীকে (৯/ক পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী) ২৩ হাজার টাকা এবং বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে বেচার অপরাধে শর্মা হাউসকে (৯/ক পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।