ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের রাঘামারা সংলগ্ন রাঙ্গামাটিয়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক যাত্রী (২০) নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউজকে জানান, ঢাকামুখী ওই বাসটি ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক থেকে উল্টে ২০ ফুট নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক যাত্রী মারা গেছেন। আহত ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি উল্টে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলের পাশেই একটি প্রাইভেটকার পড়ে থাকতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।