ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ডিবির হাতে ৬ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
সাভারে ডিবির হাতে ৬ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

সাভার(ঢাকা): সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর থেকে ভোরে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।

আটককৃতরা হলো- সাভারের ভার্কুতা গ্রামের মৃত প্রাণগোপাল রাজবংশীর ছেলে আশিস রাজবংশী ও তার ভাই শ্রীকৃষ্ণ রাজবংশী, আশুলিয়ার নরসিংহপুরের মো. ইউনুসের ছেলে খোকন, কুমিল্লা জেলার মো. আজিজুল হোসেনের ছেলে মইনুউদ্দিন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মোকসেদ মোল্লার ছেলে নজরুল ইসলাম এবং রতন রাজবংশী।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আটক চক্রটি রাজধানীর ফার্মগেট থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর পর্যন্ত ডাকাতি করে আসছিলো। তারা নিরীহ মানুষদের প্রাইভেটকারে উঠিয়ে সব লুটে নিতো। এমনকি চলন্ত অবস্থায় সাধারণ মানুষের ব্যাগ ছিনিয়ে নিতো। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মালামাল লুট করতো।

আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।