ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় নৌ-পুলিশের ট্রলার ডুবে কনস্টেবল নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
মেঘনায় নৌ-পুলিশের ট্রলার ডুবে কনস্টেবল নিখোঁজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বালুবোঝাই বাল্কহেড ও ড্রেজারের ধাক্কায় নৌ-পুলিশের ট্রলার ডুবে কনস্টেবল ইব্রাহীম নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সীমানাধীন মেঘনা নদীর কালিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিক বাংলানিউজকে জানান, সকালে কালিপুরা এলাকায় বালুবোঝাই বাল্কহেড ও ড্রেজারের সঙ্গে নৌ-পুলিশের ট্রলারের ধাক্কা লাগে।

এসময় নদী থেকে এএসআই রবিউল ও পুলিশ কনস্টেবল ইউসুফ পাড়ে উঠে এলেও ইব্রাহীম নিখোঁজ হন। বর্তমানে ড্রেজার ও বাল্কহেডটি নৌ-পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।