ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তালায় ট্রলি উল্টে যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
তালায় ট্রলি উল্টে যুবক নিহত 

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ট্রলি উল্টে ইমরান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কাশিমপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমরানের বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে।  

স্থানীয়রা জানান, ইমরান ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সকালে ট্রলিতে মালপত্র নিয়ে কাশিমপুর দিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।