ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভাটারা থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ভাটারা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশানের ভাটারার ছোলমাইদ থেকে নুরজাহান (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

তিনি জানান, বুধবার (৩ জানুয়ারি) দিনাগত রাতে ছোলমাইদ এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে নুরজাহানের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নারীর স্বামী মিন্টু বেগ তার স্ত্রীকে নিয়ে ওই রিকশার গ্যারেজে থাকতেন।

গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে স্বামী ও স্ত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে স্বামী ঘুম থেকে উঠে দেখতে পায় তার পাশে থাকা নুরজাহানের কোনো সাড়াশব্দ নেই। স্বামীর চিৎকারের আশ-পাশে লোকজন ছুটে আসে। পরে মধ্যরাতে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, মরদেহের পাশ থেকে একটি খালি জর্দ্দার কৌটা পাওয়া গেছে।

পুলিশ ধারণা করছে অতিরিক্ত জর্দ্দা খাওয়ার কারণে অথবা অন্য কোনো কারনে নুরজাহানের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।