ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ শিক্ষার্থী নিহত হওয়ার পরপর আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী- স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি এলাকায় ট্রাকের ধাক্কায় আয়েশা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই এলাকায় ভোগড়া-মিরেরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি খোরাইদ এলাকার জসিম উদ্দিনের মেয়ে এবং মেঘডুবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে মেঘডুবি এলাকায় ভোগড়া-মিরেরবাজার সড়ক পার হচ্ছিল আয়েশা আক্তার। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আয়েশার মৃত্যু হয়। নিহত আয়েশার মেঘডুবি খোরাইদ এলাকার জসিম উদ্দিনের মেয়ে এবং ওই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ছিলো।

এ ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয়রা ওই সড়কে আগুন দিয়ে সড়কটি অবরোধ করে রাখে। এসময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, এ ঘটনায় ওই ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।