ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে নানি-নাতি খুন, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
নারায়ণগঞ্জে নানি-নাতি খুন, আটক ১ নিহতদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানি-নাতিকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- পারভীন আক্তার (৫০) ও তার নাতি মেহেদী (৯)। এ ঘটনায় নিহত মেহেদীর বাবা নবী আবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

 

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে মিজমিজি কান্দারপাড় এলাকা থেকে পুলিশ নিহতদের মরদেহগুলো উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

তার নাম জানা যায়নি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বাংলানিউজকে জানান, স্বামী নিজেই থানায় খবর দিয়েছে হত্যা করা হয়েছে, যেহেতু প্রথমে থানায় খবর দেওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে ছয় থেকে সাতদিন আগেই নিহতদের গলাটিপে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১শ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।