ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু নোয়াখালী

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (২৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের নজরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জামাল কাদরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার নজরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।



 

স্থানীয়রা জানায়, বিকেলে জামাল নিজ ফসলী জমিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানিসেচ দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
এনএইচটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।