ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ-আইডিইবি এক সঙ্গে কাজ করবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ডিআরইউ-আইডিইবি এক সঙ্গে কাজ করবে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাসিক লেকচার সেশন অনুষ্ঠান

ঢাকা: ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে ইনস্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) । 

বুধবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় আইডিইবি’র কনফারেন্স রুমে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাসিক লেকচার সেশন অনুষ্ঠানের শুরুতে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন- ডিআরইউ সহ-সভাপতি গ্যালমান শফি, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, দফতর সম্পাদক জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভুইয়া, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া প্রমুখ।
 
ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতা অনিশ্চয়তা এবং ঝুঁকিপূর্ণ পেশা। তবুও আজকাল জেনে শুনে বুঝে অনেকেই এ পেশায় আসছেন। ঢাকায় কর্মরত এসব রিপোর্টারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ ২২ বছর যাবত কাজ করছে ডিআরইউ। অপরদিকে, পেশাজীবীদের মধ্যে দেশের সবচেয়ে বড় সংগঠন আইডিইবি। এই সংগঠনের সদস্য সংখ্যা ৫ লাখের ওপরে। আশা করি আগামী দিনে ডিআরইউ ও আইডিইবি এক সঙ্গে দেশের উন্নয়নের স্বার্থে এক সঙ্গে কাজ করবে। ’
 
আইডিইবির সভাপতি একেএমএ হামিদ বলেন, ‘ডিআরইউ’র জন্মলগ্ন থেকে আমরা তাদের পাশে আছি। আমাদের এই পেশাগত ঐক্য সামনের দিনগুলিতেও অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮ 
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।