ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভেজাল ওষুধ আমদানি চক্রের আরো এক সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ভেজাল ওষুধ আমদানি চক্রের আরো এক সদস্য গ্রেফতার ভেজাল ওষুধসহ গ্রেফতার তারেক আব্দুল্লাহ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশে ভেজাল ওষুধ তৈরি করে দেশে আমদানি চক্রের তারেক আব্দুল্লাহ নামে আরো এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তার কাছ থেকে ক্যান্সার প্রতিষেধকসহ বিপুল পরিমান ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে খিলগাঁওয়ের গোড়ান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বাংলানিউজকে জানান, গত ২৮ ডিসেম্বর চীনে ভেজাল ওষুধ তৈরি করে দেশে আমদামি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার তারেক আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান ভেজাল ওষুধসহ বিক্রির দুই লাখ ঊনষাট হাজার পাঁচশ টাকা, ৮টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলেও জানান শারমিন জাহান।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।