ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানী বিমানবন্দরে ৬০ পিস স্বর্ণের বারসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ওসমানী বিমানবন্দরে ৬০ পিস স্বর্ণের বারসহ আটক ১ ওসমানীতে জব্দ করা স্বর্ণের বার

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারিমুল ইসলাম নামে বিমানবন্দর কর্মরত এয়ারক্রাফটের এক পরিচ্ছন্নকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই (এফজেড-৫৯৫) ফ্লাইটটি ওসমানীতে অবতরণের পর পরিস্কার করতে যান কারিমুল ইসলাম। এসময় প্লেনের একটি সিটের পেছন থেকে স্বর্ণের বারগুলো নিতে দেখে ক্রুরা তাকে আটক করে বিমানবন্দর কাস্টম কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এসময় তার কাছ থেকে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টম সুপারিনটেনডেন্ট মশিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত ৬০ পিস স্বর্ণের বারের মূল্য পৌনে তিন কোটি টাকা হবে। এ ঘটনায় আটক পরিচ্ছন্নকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।