ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অভিমান করে বাবা-ছেলের আত্মহত্যার চেষ্টা, ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
অভিমান করে বাবা-ছেলের আত্মহত্যার চেষ্টা, ছেলের মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছে বাবা-ছেলে। এ ঘটনায় বাবা বিমল দাস (৭০) প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছেলে বিপ্লব দাস (৩৫)।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে উজিরপুর পৌর এলাকার সিকদার পাড়ায় এ ঘটনা ঘেটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে বাড়ির পাশের পলুরঘাট নামক এলাকার একটি বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বিপ্লব দাস।

বিষয়টি আশপাশের লোকজন বুঝতে পেড়ে তারা বিপ্লবকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় একই সময়ে বাবা বিমল দাস বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তাকেও উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো বিপ্লব দাসের। ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাবার সঙ্গে অভিমান করে বিপ্লব দাস আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই বিষয়ে অভিযান করে বাবাও আত্মহত্যার চেষ্টা করেন। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।