ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক সেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
রূপগঞ্জে মাদক সেবীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাইদুর রহমান শাকিল নামে এক মাদক সেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

সাইদুর রহমান শাকিল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মদনকান্দি এলাকার আবুল কাশেমের ছেলে।

তিনি বর্তমানে উপজেলার বরপা এলাকায় বসবাস করেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর এ আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে বরপা এলাকায় মাদক সেবন করার সময় পুলিশের হাতে আটক হন শাকিল। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।