ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে বোতলাগাড়ি ইউনিয়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বোতলাগাড়ির জাগরনী সমিতি এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় নীলফামারী, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলার প্রায় ৭০ জন প্রতিযোগী অংশ নেয়। এতে ‘ক’ গ্রুপে ডোমারে বাবু প্রথম, ঘোড়াঘাট দিনাজপুরের জাকারিয়া হোসেন দ্বিতীয় ও দিনাজপুরের চিরিরবন্দরের মতলুবুর রহমান তৃতীয় হন। ‘খ’ গ্রুপে দিনাজপুরের বীরগঞ্জের লেবু প্রথম, নীলফামারীর ডোমারের শফি দ্বিতীয় ও নীলফামারীর জাহিদ ইকবাল তৃতীয় হন। এছাড়া ‘গ’ গ্রুপে রাজশাহীর মোহনপুরের শহীদুল মেম্বর প্রথম, রংপুরের পীরগঞ্জের আয়নাল দ্বিতীয় ও নীলফামারীর ডোমারের বেলাল হোসেন তৃতীয় হন।

সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বোতলগাড়ি ইউপি চেয়ারম্যান আল-হেলাল চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।