ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক আটক মাদক ব্যবসায়ী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেনসিডিলসহ আজিজুর (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শার্শার কন্যাদহ গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। আজিজুর গাডাঙ্গা গ্রামের মৃত আনিছুর সরদারের ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা কয়েকটি বস্তা ফেলে  পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আজিজুর নামে একজনকে আটক করা হয়। পরে তাকে কাছ থেকে ৮৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‌্যাব ৬ এর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, আজিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।