ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার মান উন্নয়নে সরকার সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
শিক্ষার মান উন্নয়নে সরকার সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে একাডেমিক ভবনের উদ্বোধন করছেন এমপি

নওগাঁ: নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন মজুমদার বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাই এ সরকার শিক্ষার মান উন্নয়নে সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলা সদরের জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত তিনতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতাহার চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আ. মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।