ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ৭ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
পিরোজপুরে ৭ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস পিরোজপুরে ৭ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

পিরোজপুর: পিরোজপুরের কচা, সন্ধ্যা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ২৩ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। 

বুধবার (০৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচা, সন্ধ্যা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার ৩০টি কারেন্ট জাল, ১৫টি চরগড়া ও একটি জগৎবেড় জাল জব্দ করে।

জব্দকৃত জালের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা। পরে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্টেট তুহিন হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছড়ের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।