ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
শ্রীমঙ্গলে বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যালয়ের ভেতরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। তবে এর কারণ জানা যায়নি।

বুধবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এতে থাকা আরোহীদের সবাই নিরাপদে রয়েছেন।

তবে কয়েকটি দৈনিকের অনলাইন ভার্সন ও টেলিভিশন নেটওয়ার্ক এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশেদুল হাসান বাংলানিউজকে জানিয়েছেন, তারা এ বিষয়ে শিগগির একটি সংবাদ বিজ্ঞপ্তি দেবেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনইউ/বিবিবি/এসএ/এমএইচকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।