ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ফেনীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত পুলিশ কনস্টেবল প্রভাত সিংয়ের মরদেহ

ফেনী: ফেনী শহরতলী আমতলী এলাকায় একটি মালবাহী ট্রাকের চাপায় প্রভাত সিং (৫৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টা দিকে এ দুর্ঘটান ঘটে।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, পরিদর্শক) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় পুলিশ কনস্টেবল প্রভাত সিংকে একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পুলিশ ঘাতক ট্রাক ও তার সহকারীকে আটক করে। তবে ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।