ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় মেঘনা নদীতে ৪ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
হাতিয়ায় মেঘনা নদীতে ৪ জেলে অপহরণ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর পশ্চিম পাশের মৌলভীর চর খাল থেকে চার জেলেকে অপহরণ করেছে দস্যুরা।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাঈল জানান, সোমবার ভোরে ওই চার জেলেকে অপহরণ করে দুপুর থেকে দস্যুরা মুক্তিপণ দাবি করছে।  

অপহৃত জেলেরা হলেন- মো. কামাল মাঝি (৫২), জামাল মাঝি (৫০), মো. জুয়েল (৩২) ও হাসান উদ্দিন (৩৫)।

তারা ভোলা জেলার দৌলতখান উপজেলার মুন্সীরহাট এলাকার বাসিন্দা।

মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাঈল আরো জানান, কয়েকদিন ধরে ওই চার জেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থান করে নদীতে মাছ ধরে বয়ার চর বাজারের মাছ ব্যবসায়ী ইউসুফ, মিজান ও বাবরের কাছে বিক্রি করে আসছিলেন। ভোরে ছোট নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরার জন্য যাচ্ছিলেন তারা। পথে মৌলভীর চর খালে এলে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। মঙ্গলবার দুপুর থেকে জেলেদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে মাছ ব্যবসায়ী ইউসুফ, মিজান ও বাবরের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দস্যুরা। মুক্তিপণ না দিলে ওই চার জেলেকে হত্যা করে গুম করার হুমকিও দেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা মঙ্গলবার সন্ধ্যায় চার জেলে অপহরণের বিষয়টি জানিয়েছেন। জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।