ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে বাসের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বাকেরগঞ্জে বাসের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মো. হাসান মল্লিক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার আউলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মল্লিক চুয়াডাঙ্গা জেলার তামুরহুদা উপজেলার শ্যামপুর গ্রামের মো. আলী মল্লিকের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে হাসান বাকেরগঞ্জের লেবুখালী থেকে মিনিবাসের ছাদে করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাকেরগঞ্জের আউলিয়াপুর নামক স্থানে পৌঁছালে ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আল্লাহ ভরসা নামে বাসটিকে আটক করা গেলেও চালক-সহকারীকে পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলা‌দেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।