ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, জানুয়ারি ২, ২০১৮
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

শফিকুল নেত্রকোনার পূর্বধলা থানার হাটবারেঙ্গা এলাকার আমিনুল হকের ছেলে।

সে নয়নপুর এলাকার বাসা ভাড়া থেকে একটি দোকানে কাজ করতো।  

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দোকানে যাওয়ার পথে নয়নপুর এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় একটি গাড়ি শফিকুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮ 
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।